লিপিকলার ১২ মাস উপলক্ষে ১২টি বাংলা ফন্ট
লিপিকলার ১ বছর পূর্ণ হতে চলল। চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের স্বাক্ষী হিসেবে আমাদের প্রথম ফন্ট রিলিজ হয় ‘দ্রোহ’। দ্রোহ’র মধ্য দিয়ে অনানুষ্ঠানিকভাবে লিপিকলা হাজির হলেও তারও আগে থেকে, দীর্ঘসময় ধরে আমরা প্রস্তুতি নিয়েছি, শিখেছি এবং বুঝতে চেষ্টা করেছি। প্রযুক্তির এ সময়ে এসে বাংলা ফন্টের গুরুত্ব বেড়েছে অনেক। এবং তারই তাগিদে অসংখ্য অগণিত বাংলা ফন্ট নিয়মিত তৈরি করছেন অনেকেই; কয়েকবছর আগেও বাংলা ফন্টের যে অভাব ছিল, এখন সে অভাব নেই। নিয়মিত নতুন নতুন বাংলা টাইপফেসের উদ্ভাবন যেমন আনন্দের; পাশাপাশি এও সত্য যে, এখনও রুচিশীল, পরিশিলীত এবং ফিনিশিং বাংলা টাইপফেসের অভাব লক্ষ্যনীয়। হাতে গোনা কয়েকটি ব্যতীত বেশিরভাগ ফন্টে আমরা দেখি, বাংলা হরফের মৌলিক চরিত্র, শেইপ বা গঠন, স্পেসিং ঠিক নেই। ফলে, আগের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে অনেক ফন্ট তৈরি হলেও, দুঃখজনকভাবে সত্য, সেসব ফন্টগুলিতে অক্ষরের বিকৃতি ঘটে চলছে। এবং তাতে ভিজ্যুয়ালি আমাদের চোখকে অপরিণত হরফের সঙ্গে অভ্যস্ত করে তুলছে। আমাদের পার্শবর্তী দেশ ভারতেও টাইপফেসের যে ইন্সটিটিউট, চর্চা এবং ভুল ধরিয়ে দেয়ার মত অভিজ্ঞ টাইপফেস ডিজাইনার এবং হরফের ব্যকরণবিদ আছে, বাংলাদেশ এখনও তার থেকে বহু বহু দূরে অবস্থান করে। তাই, আমাদের দেখার চোখ বাংলা হরফকে যেটুকু দেখে, সেই দেখার অভিজ্ঞতা দিয়ে লিপিকলায় আমরা হরফের চর্চা করছি। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, লিপিকলার ১২ মাস তথা ১ বছর পূর্তি উপলক্ষ্যে আমরা ১২টি সম্পূর্ণ মৌলিক বাংলা ফন্ট তৈরি করেছি। আরও জেনে আনন্দিত হবেন, ১২টি ফন্টের নামকরণ করা হয়েছে বাংলা ১২ মাসের নামে, বৈশাখ থেকে চৈত্র। আগামী ১২ আগস্ট আনুষ্ঠানিকভাবে লিপিকলা থেকে সবগুলি ফন্ট একত্রে প্রকাশ হবে।